Friday, March 27, 2015

  মুক্তিযুদ্ধকালে পিরোজপুরের ভাগীরথিকে পাকি হানাদাররা দুই পা দুদিকে দুটি জীপের সাথে বেঁধে দুটি জীপ “ চালিয়ে দিল উল্টো দিকে। দু’ টুকরো হয়ে গেল ভাগীরথি “ ---- ( দৈঃ জনকণ্ঠ , ২৭-৩-১৫ , পৃষ্ঠা- ২২ ) । এমন আরও কত  বীভৎষ ঘটনা  ঘটেছিল। তারপরও কী করে পিরোজপুরের লোকেরা রাজাকার সাইদীর উত্থান মেনে নিয়েছিল ? তারপরও কি এদেশে পাকি হানাদারদের দোসর রাজাকার , জামাত-শিবির , হুজি , জেএমবি , তাহরির ইত্যাদি আজও টিকে থাকতে পারে ?