Tuesday, April 28, 2015

ভূমিকম্পের পূর্বাভাস দেয়া সম্ভব নয়।

আমি ভূমিকম্পের উপর চীন , জাপান ও ফিলিপিনে বিভিন্ন সেমিনার , ওয়ার্কশপ ও মিটিংয়ে অংশগ্রহণ করেছি। আমি যতটুকু জানি ভূমিকম্পের কোন পূর্বাভাস এখনও দেয়া সম্ভব নয়। এ বিষয়ে কোন পূর্বাভাস শুধুই গুজব।

Sunday, April 26, 2015

মাননীয় প্রধান বিচারপতির মন্তব্য থেকে

মাননীয় প্রধান বিচারপতি বলেছেন , তিন লাখ মামলা রেখে বছরে ১৮৬ দিন ছুটি নিতে পারি না। এতে দেখা যায় ১২ মাসের বছরে ছয় মাসের বেশি ছুটি। সরকারি কর্মচারিরা বছরে ছুটি পান ৫২*২ + ৩০ দিন অর্জিত ছুটি + ১৫ দিন নৈমিত্তিক ছুটি = ১৪৯ দিন। মুটে, মজুর , শ্রমিক , রিক্সা-শ্রমিক , কুলি , মাছ বিক্রেতা , তরিতরকারি বিক্রেতা প্রভৃতি শ্রমজীবী মানুষ ৩৬৫ দিনের মধ্যে কোন ছুটি ছাড়াই প্রতিদিন উপার্জন করে জীবন ধারণ করেন। কেউ ৩৬৫-১৮৬=১৭৯ দিন কাজ করে ৩৬৫ দিনের বেতন ভাতা পান। কেউ ৩৬৫-১৪৯= ২১৬ দিন কাজ করে ৩৬৫ দিনের বেতন ভাতা পান। কেউ ৩৬৫ দিনই কাজ করে তবে ৩৬৫ দিনের উপার্জন ভোগ করেন। একই দেশে মানুষে মানুষে এই অপার বৈষম্য কে সৃষ্টি করেছেন ? অথচ এই দেশের সংবিধানের ১৯(১) অনুচ্ছেদেই তো লেখা আছে , সকল নাগরিকের সুযোগের সমতা বিধান করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে। অবশ্য সংবিধান রচনাকারী জ্ঞানী ব্যক্তিগণ সুযোগের সমতা বিধান করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে এই কথা লিখেছেন। সুযোগের সমতা নিশ্চিত করিতে বলেন নাই। ............... বিচারের বাণী কি নীরবে নিভৃতে এভাবেই কিয়ামত পর্যন্ত শুধু কাঁদবে ?

সিটি কর্পো নির্বাচন

নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাইকের প্রচারণায় কান ঝালাপালা হয়ে গেছে। যেসব প্রার্থী মাইকের এরূপ প্রচারে নাগরিকদের জীবন অতিষ্ঠ করে তুলছেন তাঁরা নির্বাচিত হলে নাগরিকদের প্রতি কল্যাণকর সুদৃষ্টি দিবেন কি ? তাঁরা তো এখনই নাগরিকদের স্বস্তির কথা ভাবতে পারছেন না।

Tuesday, April 21, 2015

ঢাবি টিএসসি তে পহেলা বৈশাখে

পহেলা বৈশাখের ঢাবি টিএসসি চত্বরের কাছে নারী নিগ্রহের ব্যাপারে পুলিশ নাকি ভিকটিম নারীদের খুঁজে পাচ্ছে না। এ ছাড়া অপরাধীদেরও নাকি খুঁজে পাচ্ছে না। তাই প্রশ্ন দেখা দিয়েছে , ভিকটিম নারীর কি লজ্জাশরম নাই আর অপরাধীদের কি ভয় নাই যে তারা স্বেচ্ছায় এসে পুলিশের কাছে ধরা দেবে ?  অপর পক্ষে শক্ত সাক্ষী যিনি নিজের পাঞ্জাবী খুলে বিবস্ত্র নারীর গায়ে জড়িয়ে দিয়েছিলেন আর আক্রমণকারীরা যার হাত ভেঙ্গে দিয়েছে সেই লিটন নন্দী ( ছাত্র ইউনিয়ন , ঢাবি এর সভাপতি ) তো হাতের কাছেই আছেন। পুলিশ কি তাঁর কোন বক্তব্য নিয়েছে ? আমি কোন পত্রিকায় দেখিনি যে পুলিশ তাঁর কোন বক্তব্য নিয়েছে। যদি না নিয়ে থাকে তবে প্রশ্ন , পুলিশ লিটন নন্দীর কোন বক্তব্য নিচ্ছে না কেন ?

Monday, April 20, 2015

মামলা জট

মাননীয় প্রধান বিচারপতি বলেছেন , তিন লাখ মামলা রেখে বছরে ১৮৬ দিন ছুটি নিতে পারি না। এতে দেখা যায় ১২ মাসের বছরে ছয় মাসের বেশি ছুটি। সরকারি কর্মচারিরা বছরে ছুটি পান ৫২*২ + ৩০ দিন অর্জিত ছুটি + ১৫ দিন নৈমিত্তিক ছুটি = ১৪৯ দিন। মুটে, মজুর , শ্রমিক , রিক্সা-শ্রমিক , কুলি , মাছ বিক্রেতা , তরিতরকারি বিক্রেতা প্রভৃতি শ্রমজীবী মানুষ ৩৬৫ দিনের মধ্যে কোন ছুটি ছাড়াই প্রতিদিন উপার্জন করে জীবন ধারণ করেন। কেউ ৩৬৫-১৮৬=১৭৯ দিন কাজ করে ৩৬৫ দিনের বেতন ভাতা পান। কেউ ৩৬৫-১৪৯= ২১৬ দিন কাজ করে ৩৬৫ দিনের বেতন ভাতা পান। কেউ ৩৬৫ দিনই কাজ করে তবে ৩৬৫ দিনের উপার্জন ভোগ করেন। একই দেশে মানুষে মানুষে এই অপার বৈষম্য কে সৃষ্টি করেছেন ? অথচ এই দেশের সংবিধানের ১৯(১) অনুচ্ছেদেই তো লেখা আছে , সকল নাগরিকের সুযোগের সমতা বিধান করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে। অবশ্য সংবিধান রচনাকারী জ্ঞানী ব্যক্তিগণ সুযোগের সমতা বিধান করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে এই কথা লিখেছেন। সুযোগের সমতা নিশ্চিত করিতে বলেন নাই। ............... সাম্য ও বিচারের বাণী কি নীরবে নিভৃতে এভাবেই কিয়ামত পর্যন্ত শুধু কাঁদবে ?

Friday, April 17, 2015

তিন সিটি কর্পোরেশন নির্বাচন

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে কারো অভিযোগ করার কিছু থাকবে না। তাই তিন সিটি কর্পোরেশনের নির্বাচনে কেউ কোন কারচুপি , ভোট জালিয়াতি না করুক সেটাই কাম্য। তা হলে সরকার এবং নির্বাচন কমিশনও পক্ষপাতিত্বের দায়ে অভিযুক্ত হবে না। নির্বাচন পরিচালনার ব্যাপারে সরকারের ও নির্বাচন কমিশনের উপর কোন অনাস্থা বিরোধী পক্ষ দিতে পারবে না। এটা সরকারের জন্যও ইতিবাচক হবে।

Thursday, April 16, 2015

ঢাবি টিএসসি চত্ত্বর কি নির্যাতনকেন্দ্র ?

ঢাবি টিএসসি কি একটি মৃত্যুপুরী ও নির্যাতনকেন্দ্র ? এখানে কি বাছাই করা সব অথর্ব পুলিশদের ডিউটিতে রাখা হয় ? এসব বাছাই করা অথর্ব পুলিশদের এখানে পাহারার দায়িত্বে রাখা কি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কোন পূর্ব পরিকল্পনার অংশ ? এ ব্যাপারে সিনিয়ার পুলিশ কর্মকর্তাদের দায় দায়িত্ব জরুরি ভিত্তিতে নির্ধারণ কি অত্যাবশ্যক নয় ?