Sunday, April 26, 2015

মাননীয় প্রধান বিচারপতির মন্তব্য থেকে

মাননীয় প্রধান বিচারপতি বলেছেন , তিন লাখ মামলা রেখে বছরে ১৮৬ দিন ছুটি নিতে পারি না। এতে দেখা যায় ১২ মাসের বছরে ছয় মাসের বেশি ছুটি। সরকারি কর্মচারিরা বছরে ছুটি পান ৫২*২ + ৩০ দিন অর্জিত ছুটি + ১৫ দিন নৈমিত্তিক ছুটি = ১৪৯ দিন। মুটে, মজুর , শ্রমিক , রিক্সা-শ্রমিক , কুলি , মাছ বিক্রেতা , তরিতরকারি বিক্রেতা প্রভৃতি শ্রমজীবী মানুষ ৩৬৫ দিনের মধ্যে কোন ছুটি ছাড়াই প্রতিদিন উপার্জন করে জীবন ধারণ করেন। কেউ ৩৬৫-১৮৬=১৭৯ দিন কাজ করে ৩৬৫ দিনের বেতন ভাতা পান। কেউ ৩৬৫-১৪৯= ২১৬ দিন কাজ করে ৩৬৫ দিনের বেতন ভাতা পান। কেউ ৩৬৫ দিনই কাজ করে তবে ৩৬৫ দিনের উপার্জন ভোগ করেন। একই দেশে মানুষে মানুষে এই অপার বৈষম্য কে সৃষ্টি করেছেন ? অথচ এই দেশের সংবিধানের ১৯(১) অনুচ্ছেদেই তো লেখা আছে , সকল নাগরিকের সুযোগের সমতা বিধান করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে। অবশ্য সংবিধান রচনাকারী জ্ঞানী ব্যক্তিগণ সুযোগের সমতা বিধান করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে এই কথা লিখেছেন। সুযোগের সমতা নিশ্চিত করিতে বলেন নাই। ............... বিচারের বাণী কি নীরবে নিভৃতে এভাবেই কিয়ামত পর্যন্ত শুধু কাঁদবে ?

No comments:

Post a Comment