Tuesday, August 4, 2015

ফুটপাথ জবরদখলে পুলিশের ভূমিকা

ঢাকা মহানগরীতে এখন আর ফুটপাথে হাঁটা যায় না। প্রায় সব ফুটপাথ হকারে বা ফকিরে দখল করে আছে। ইদানীং জ্বলন্ত চুলায় ভাজাভুজি করার ব্যবস্থা সহ তেলেভাজা বিভিন্ন খাবারের ফুটপাথের দোকানে পেঁয়াজু , সিঙাড়া , পুরি ইত্যাদিও অবাধে পাওয়া যাচ্ছে। মোটর সাইকেল চালকেরা তো ফুটপাথে যেন পূর্ণ অধিকার সহ স্বাভাবিকভবেই মোটর সাইকেল হাঁকাচ্ছে। অথচ বছর দুয়েক আগে সুপ্রীম কোর্টে একটা রীট মামলায় নির্দেশনা দেয়া আছে যে ফুটপাথে মোটর সাইকেল চালানো যাবে না। তাই ফুটপাথে মোটর সাইকেল চালালে উক্ত নির্দেশনা মোতাবেক অপরাধযোগ্য বেআইনী কাজ করা হয়েছে বলে গণ্য হবে। সেজন্য যথার্থ শাস্তি প্রযোজ্য। পুলিশ বেআইনী কাজ রোধ করার জন্য রাস্তায় কর্তব্য পালন করে। তারা বেআইনী কাজ বন্ধ করবে। কিন্তু পুলিশ তা তো করেই না বরং ফুটপাথ জবরদখলকারী দোকানদারদের ও হকারদের সাথে প্রকাশ্যেই হাসি ঠাট্টা করে , মস্করা করে। আমরা নাকি নিম্ন মধ্য আয়ের দেশে তালিকাভুক্ত হয়ে গেছি , তাই আনন্দে বগল বাজাই।  অথচ এই ঢাকা ও অন্যান্য শহরে আমরা ফুটপাথে হাঁটতে পারি না , রাস্তায় যানজটে নাকাল হই। রাস্তাঘাট , খালবিল , নদী , হাটবাজার , কবরস্থান , ওয়াকফ / দেবোত্তর সম্পত্তি , খাস জমি , পার্ক , খেলার মাঠ , শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা জমি , হাসপাতালের জমি ইত্যাদি সব জবরদখল হয়ে যাচ্ছে প্রধানত পুলিশের সহায়তায় । তাই প্রশ্ন হচ্ছে , পুলিশ কি আইনের ঊর্ধে ?

No comments:

Post a Comment