Tuesday, August 11, 2015

“পান্টার মলম” বিক্রি

ঢাকা ও অন্যান্য নগরীতে / শহরে / হাটে বাজারে অবৈজ্ঞানিকভাবে প্রস্ত্তুত এবং ঔষধ প্রশাসন পরিদপ্তরের অনুমোদন-বিহীন বিভিন্ন ঔষধ বিক্রি হয়। এদের একটি হলো পান্টার মলম। রিক্সায় মাইক লাগিয়ে মারাত্মক শব্দ দূষণ সৃষ্টি করে জনসমাগমপূর্ণ স্থানে ( যেমন ঢাকার মৌচাক , মালিবাগ , মগবাজার ইত্যাদি ) এই ঔষধের অবিরাম প্রচার চলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। এতে প্রকট কোলাহলময় এসব স্থানে অশালীন ভাষায়  ( যেমন দুই রানের চিপায় ঘা ও চুলকানি হলে এ মলমে সেরে যাবে ) আরও শব্দদূষণ সৃষ্টি করে জীবন অতিষ্ট করে তোলা হয় । আশেপাশের অফিস , বাসাবাড়ি , ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের কারো নিস্তার নেই এই মারাত্মক শব্দ-দূষণ থেকে । এ ছাড়া অবৈজ্ঞানিক ফর্মুলায় যা তা দ্রব্য দ্বারা ঝুপড়ি / বস্তিতে তৈরি এসব মলম বা ঔষধ মানবদেহে সৃষ্ট ঘা চুলকানি ইত্যাদিতে সাময়িক উপশম ঘটিয়ে মারাত্মক ক্ষত ও ক্ষতি করতে পারে। পরিবেশ অধিদপ্তর , ঔষধ প্রশাসন অধিদপ্তর ,বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউট ( বি এস টি আই ), মোবাইল ম্যাজিস্ট্রেট কোর্ট ,  পুলিশ অথবা সরকারী কোন কর্তৃপক্ষ এসব ঔষধ মাইকে দিনের পর দিন  অবাধে খোলামেলাভাবে বিক্রি করার পরও কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় দেশে আইনের শাসন / জনস্বাস্থ্যের প্রতি সরকারের কোন আগ্রহ আছে বলে মনে হয় না।

No comments:

Post a Comment