Sunday, August 23, 2015

ইন্সুরেন্সের দালালদের আচরণবিধি দরকার



ইন্সুরেন্স কোম্পানীগুলোর দালালরা অফিসে কর্মরত অফিসার ও কর্মচারীদের বিরক্ত করেন ও তাঁদের কাজের ক্ষতি করেন । অফিসার ও কর্মচারীদের একটা করে ইন্সুরেন্স পলিসি করিয়ে নেয়ার জন্য দালালদের এই প্রচেষ্টা। এতে যে অফিসার ও কর্মচারীদের কাজে বিঘ্ন ঘটে এবং পরিণামে সরকারের ও দেশের বিপুল ক্ষতি হয় তা এসব দালাল ও ইন্সুরেন্স কোম্পানীগুলো বুঝতে চায় না। তাই ইন্সুরেন্স কোম্পানীগুলোর উচিত তাদের দালালরা যাতে দেশের এরুপ ক্ষতি করতে না পারে সেজন্য দালালদের একটা Code of Conduct প্রণয়ন করা এবং তা অনুসরণ করার জন্য দালালদের উপর বাধ্যবাধকতা আরোপ করা। এরুপ Code of Conduct এ সরকারী অফিস আদালতে অফিস চলাকালীন সময়ে ইন্সুরেন্সের দালালদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। সরকারও এ বিষয়টি মনিটর করবে এবং অফিস চলাকালীন সময়ে অফিস আদালতে ইন্সুরেন্সের দালালরা যাতে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করতে হবে।

No comments:

Post a Comment