Saturday, August 8, 2015

পোড়া সিগারেট রাস্তার প্রধান আবর্জনা

রাজধানী নগরী ঢাকা সহ দেশের সকল নগর , শহর , বন্দর ,হাটবাজারে রাস্তায় , ফুটপাথে , পার্কে , অফিস আদালতের আঙিনায় / প্রবেশপথে / সিঁড়িতে / বারান্দায় / কক্ষের ভিতরে , টয়লেটে ও এখানে সেখানে পড়ে থাকা পোড়া সিগারেটই প্রধান আবর্জনা । আপনি একটু খেয়াল করে দেখুন এসব স্থানে যত ময়লা ও আবর্জনা জমে আছে তার অর্ধেকের বেশিই পোড়া সিগারেট অথবা দেশলাইয়ের পোড়া কাঠি অথবা সিগারেটের / দেশরাইয়ের খালি প্যাকেট । উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করে আইন করা হয়েছে। কিন্তু এ আইনের প্রয়োগ নাই । কাজেই এ আইনে শাস্তির বিধান বৃদ্ধি করে জোরলোভাবে তা প্রযোগ করা হোক।

No comments:

Post a Comment